স্টাফ রিপোর্টার : বাংলাদেশের গাছ বাংলাদেশের প্রাণ, গাছ লাগান বাংলাদেশ বাচাঁন, এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছার বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে যশোরের মনিরামপুর টেংরামারী সম্মীলনী মাধ্যমিক বিদ্যালয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিনোদ রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ফুল উৎপাদক ও বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক এবং মীর লুৎফুর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সংস্কারক মীর ফারুখ আহম্মদ।
স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবা এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, বায়সা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র দাস, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, রংধনু স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা আলমগীর হোসেন, বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান দিপু।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরনের ঔষধী, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় টেংরামারী সম্মীলনী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মীর ফারুক আহম্মেদ, গোলাম মোস্তফা, বিনোদ রায়, প্রভাস চন্দ্র দাসকে এবং আর্ত মানবতার সেবা ও রক্তদানে বিশেষ অবদান রাখায় সেবা সংগঠনকে, সামাজিক সংগঠন হিসেবে বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশন এবং সাংবাদিতায় সাংবাদিক সোহেল রানাকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে স্কুলের সহকারী প্রধান শিক্ষক কওসার আলি, সেবার সদস্য আশিকুল ইসলাম, শাহাবুদ্দিন মোড়ল, সুমন হোসেন, আনাস উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.