০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

ঝিকরগাছায় জনসাধারণের চাহিদা পূরণে সারারাত খোলা থাকবে ফার্মেসি

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন, ঝিকরগাছা, যশোরঃ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এখন থেকে সারারাত খোলা থাকবে একটি ওষুধের দোকান। স্থানীয় ‘সেবা সংগঠন’-এর উদ্যোগে এবং ফার্মেসি মালিক সমিতির সার্বিক সহযোগিতায় এই মানবিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (৮ মে) সন্ধ্যায় সেবা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফার্মেসি মালিক সমিতির সভাপতি আবু মুসা মিন্টু এবং উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহিদুল মোমিন সুমন, জামাল ফার্মেসির মালিক মো. জামাল হোসেন, ফুলবাড়ী স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান এবং সেবা সংগঠনের সদস্য মাসুদসহ অন্যান্য অনেকে।

আলোচনার পর সিদ্ধান্ত হয়, জামাল ফার্মেসি এখন থেকে রাতভর খোলা থাকবে। যদিও দোকানের শার্টার বন্ধ থাকবে, তবে অভ্যন্তরে কর্মচারী অবস্থান করবেন। জরুরি প্রয়োজনে ০১৯৭৩৯৬৪০৭০ ও ০১৮৩৭১১৩১০৫ নম্বরে ফোন করে ওষুধ সংগ্রহ করা যাবে।

নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান, ঝিকরগাছাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল—হাসপাতালের সামনে অন্তত একটি ফার্মেসি সারারাত খোলা রাখার ব্যবস্থা করা হোক। অবশেষে সেই দাবির বাস্তবায়নে একটি বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে। তাঁরা বলেন, রাতের বেলা হঠাৎ অসুস্থতা কিংবা দুর্ঘটনায় ওষুধের জন্য যেন রোগীর স্বজনদের দুশ্চিন্তায় পড়তে না হয়, সেই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত। জনস্বার্থে এই উদ্যোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে আরও কয়েকটি ফার্মেসিকে এই ব্যবস্থার আওতায় আনার প্রচেষ্টা চলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় জনসাধারণ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানান, এটি নিঃসন্দেহে ঝিকরগাছার মানুষের জন্য একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
৮৬

ঝিকরগাছায় জনসাধারণের চাহিদা পূরণে সারারাত খোলা থাকবে ফার্মেসি

আপডেট: ০৯:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

সাব্বির হোসেন, ঝিকরগাছা, যশোরঃ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এখন থেকে সারারাত খোলা থাকবে একটি ওষুধের দোকান। স্থানীয় ‘সেবা সংগঠন’-এর উদ্যোগে এবং ফার্মেসি মালিক সমিতির সার্বিক সহযোগিতায় এই মানবিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (৮ মে) সন্ধ্যায় সেবা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফার্মেসি মালিক সমিতির সভাপতি আবু মুসা মিন্টু এবং উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহিদুল মোমিন সুমন, জামাল ফার্মেসির মালিক মো. জামাল হোসেন, ফুলবাড়ী স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান এবং সেবা সংগঠনের সদস্য মাসুদসহ অন্যান্য অনেকে।

আলোচনার পর সিদ্ধান্ত হয়, জামাল ফার্মেসি এখন থেকে রাতভর খোলা থাকবে। যদিও দোকানের শার্টার বন্ধ থাকবে, তবে অভ্যন্তরে কর্মচারী অবস্থান করবেন। জরুরি প্রয়োজনে ০১৯৭৩৯৬৪০৭০ ও ০১৮৩৭১১৩১০৫ নম্বরে ফোন করে ওষুধ সংগ্রহ করা যাবে।

নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান, ঝিকরগাছাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল—হাসপাতালের সামনে অন্তত একটি ফার্মেসি সারারাত খোলা রাখার ব্যবস্থা করা হোক। অবশেষে সেই দাবির বাস্তবায়নে একটি বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে। তাঁরা বলেন, রাতের বেলা হঠাৎ অসুস্থতা কিংবা দুর্ঘটনায় ওষুধের জন্য যেন রোগীর স্বজনদের দুশ্চিন্তায় পড়তে না হয়, সেই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত। জনস্বার্থে এই উদ্যোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে আরও কয়েকটি ফার্মেসিকে এই ব্যবস্থার আওতায় আনার প্রচেষ্টা চলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় জনসাধারণ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানান, এটি নিঃসন্দেহে ঝিকরগাছার মানুষের জন্য একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ।