যশোর বিআরটিএতে দালাল ধরতে দুদক, কারাদণ্ড ও জরিমানা আদায়
সাব্বির হোসেন, যশোর: যশোর বিআরটিএ কার্যালয়ে দালালচক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে মো. আলী তারেক মারুফ নামের এক দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালত তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে কামাল হোসেন (৪৩) ও আমিনুর কবীর (৫০) নামের আরও দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে, মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
দুদক যশোর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, “যশোর বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য এবং সাধারণ সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল। আজকের অভিযানে তা প্রমাণিত হয়েছে।”
তিনি আরও বলেন, “জনস্বার্থে দুর্নীতি দমন কমিশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটিএ কার্যালয়ে যানবাহনের নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে গিয়ে দালালদের হাতে সেবাপ্রার্থীরা নিয়মিতভাবে হয়রানির শিকার হয়ে আসছিলেন। এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।