আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যে তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় মানদৌসে অন্তত চারজন নিহত হয়েছে। রাজ্যের শীর্ষ কর্মকর্তা বলেন, ভারী বৃষ্টি এবং শক্তিশালী ঝড়ের কারণে বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় মানদৌস শুক্রবার গভীর রাতে আঘাত করে। এতে ১৮৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে রাজ্যের রাজধানী চেন্নাইতে ৪০০টি গাছ উপড়ে গেছে বলেও জানান তিনি।

ত্রাণকর্মীসহ প্রায় ২৫ হাজার মানুষ জরুরি ত্রাণ তৎপরতায় জড়িত এবং ২০১টি আশ্রয় শিবিরে ৯ হাজারেরও বেশি লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

কিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করছি। শ্রীলঙ্কা অতিক্রম করার সঙ্গে সঙ্গে মানদৌস দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া ঝড়ের কারণে উচ্চ বায়ু দূষণের ফলে শুক্রবার স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়। এটি ধীরে ধীরে একটি নিম্নচাপে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে বলে জানায় ভারতের আবহাওয়া বিভাগ। সূত্র : রয়টার্স