সারাবিশ্ব | তারিখঃ নভেম্বর ২০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1851 বার
সাঈদ ইবনে হানিফ ঃ “ফিফা বিশ্বকাপ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ডাঃ জাকির নায়েক। তিনি কাতার সরকারের আমন্ত্রণে স্পেশাল গেস্ট হিসাবে আমন্ত্রিত হয়েছেন বলে জানা গেছে।
তিনি ফিফা বিশ্ব কাপে সকল জাতির উদ্দেশ্যে ধর্মীয় আলোচনা রাখবেন এমনটাই আশা করা হচ্ছে । পৃথিবীতে একমাত্র শান্তির ধর্ম ইসলামের মূল্যবান ম্যাসেজ, কোটি কোটি অমুসলিমদের কানে, কানে পৌছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এমন টা ইঙ্গিত করেছে সে দেশের কর্তৃপক্ষ। কাতার এবারের
ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়া মুসলমানের জন্য একধরনের সু’ভাগ্য, বলে মনে করছেন বিশ্লেষক গন। কারণ তারা এর মাধ্যমে এক ব্যাতিক্রম ধারায় ইসলামকে প্রচারের মধ্যম হিসেবে ব্যাবহারের সুযোগ পাবে। বিশ্বকাপ উপলক্ষে ইতিমধ্যে কাতার সরকার, মাদক দ্রব্যের বিকিনিকি সহ বেশ কিছু ইসলাম বিরোধী কর্মকান্ড নিষিদ্ধ করেছে। সূত্র : দি- ইসলামী ওয়াল।