সারাবিশ্ব | তারিখঃ নভেম্বর ১২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3471 বার
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় নোঙ্গর করা একটি জাহাজের ৮০০ যাত্রী করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
কার্নিভাল অস্ট্রেলিয়ার ম্যাজেস্টিক প্রিন্সেস ক্রুজ জাহাজটি সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে নোঙ্গর করা হয়েছিল। জাহাজটিতে থাকা ৮০০ জন যাত্রীর দেহে করোনা শনাক্ত হয়েছে। রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনার এই প্রাদুর্ভাবকে সর্বোচ্চ মাত্রার ‘টায়ার-৩’ সতর্কতা হিসেবে ঘোষণা দিয়েছে।
এর আগে ২০২০ সালে রুবি প্রিন্সেস ক্রুজ শিপে ৯১৪ জন যাত্রীর করোনা শনাক্ত হয়েছিল। ওই সময় মারা গিয়েছিল ২৮ জন যাত্রি। ওই জাহাজটিও নিউ সাউথ ওয়েলসে নোঙ্গর করা হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল জানিয়েছেন, রুবি প্রিন্সেস জাহাজের ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ‘নিয়মিত প্রোটোকল’ তৈরি করেছে এবং নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য বিভাগ কীভাবে যাত্রীদের ম্যাজেস্টিক প্রিন্সেস থেকে নামানো যায় তা নির্ধারণে নেতৃত্ব দেবে।