আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরে বড় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেপে উঠেছে মহাসাগরের মাঝখানে অবস্থিত দ্বীপ দেশ টোঙ্গা। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা দেখা দিয়েছে। ভয়ে সরিয়ে নেয়া হচ্ছে হাজার হাজার দ্বীপবাসীকে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি স্টার জানায়, শুক্রবার (১১ নভেম্বর) টোঙ্গার দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ১৩০ মাইল দূরে প্রশান্ত মহাসাগরে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এরপরই দ্বীপের ভীত-সন্ত্রস্ত অধিবাসীরা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে।