সারাবিশ্ব | তারিখঃ নভেম্বর ৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 7429 বার
আন্তর্জাতিক ডেস্ক : অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রাণে বাঁচলেও গুলি লেগেছে ইমরানের পায়ে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ শহরে লং মার্চ চলাকালীন হামলা চলে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ইমরান খানকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। ইমরানের খানের ম্যানেজার সহ আহত কমপক্ষে ৫ জন। আহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাঁর পদযাত্রায় কিভাবে চলল এলোপাথাড়ি গুলি।
উল্লেখ্য, এর আগেও পাকিস্তানে একাধিক নেতা-নেত্রী জনসভায় হামলার শিকার হয়েছেন। সে দেশের প্রথম প্রধানমন্ত্রী লিকাকত আলি খান জনসভায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। ২০০৭-এর ডিসেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র নেত্রী বেনজির ভুট্টো রওয়ালপিন্ডির জনসভায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন।