জেলার খবর, ঢাকা বিভাগ, ধর্ম, ফরিদপুর | তারিখঃ অক্টোবর ২৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3325 বার
সনতচক্রবর্ত্তী: বিশ্ব শান্তি ও সকল জীবের মঙ্গল ও কল্যাণ কামনায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর বাজার পাড়া বারোয়ারী কালী মন্দির প্রাঙ্গন মন্দিরে শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন। বুধবার (২৬ অক্টোবর) হইতে শুক্রবার (২৮ অক্টোবর ) অরুণোদয় পর্যন্ত চলবে এ হরিনাম সংকীর্তন। শনিবার (২৯ অক্টোবর) হবে অষ্টকালীন লীলাকীর্তন।
পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর বলেন, আামাদের এলাকায় হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ মিলে-মিশে বাস করে ও যে যার ধর্ম পালন করে। আমরা অনেক শান্তিতে বসবাস করছি, হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা সহযোগিতা করি। আমাদের লক্ষ্য যেন একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পারি ।
কীর্তন পরিচালনা কমিটির সুধাংশু শেখর ভৌমিক বলেন, জগতের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় এ মহোৎসব শুরু হয়েছে।
তিনি আরও বলেন, প্রতি বছরের মতো এবারও বিশ্ব শান্তি কামনায় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শুরু হয়েছে সংকীর্তন। সংকীর্তনে আগত ভক্তবৃন্দের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে।আগামী রবিবার (৩০ অক্টোবর )নগর কীর্তন, কুঞ্জ ভঙ্গ, দধিমঙ্গল, প্রসাদ বিতরন ও মহন্ত বিদায়ের মাধ্যমে এ মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হবে।