সারাবিশ্ব | তারিখঃ অক্টোবর ২৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1412 বার
আন্তর্জাতিক ডেস্ক : মায়ানমারের কাচিন রাজ্যের হপাকান্ত টাউনশিপে অনুষ্ঠিত কনসার্টে বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরাওয়াদ্দি।
এছাড়া কাচিন নিউজ গ্রুপের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনের খবরে বলা হয়েছে, রোববার কনসার্ট চলাকালীন সময়ে এই হামলা চালানো হয়। এতে কনসার্টে অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন।
ইরাওয়াদ্দি জানিয়েছে, কাচিন রাজ্যের এইচপাকনাতে কাচিন স্বাধীনতা সংস্থার (কেআইও) ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ওই কনসার্ট চলছিল।
খবরে বলা হয়েছে, কনসার্টে নিহতদের মধ্যে কেআইও এর কিছু নেতা এবং শিল্পীও রয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন কাচিনের জনপ্রিয় শিল্পী আউ রা লি।
কেআইও হলো একটি শক্তিশালী কাচিন রাজনৈতিক সংগঠন। এর সশস্ত্র শাখা কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) মিয়ানমারের কেন্দ্রীয় সরকার এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে।
গত বছরের অভ্যুত্থানের পর থেকে কেআইএ কাচিন রাজ্যে শাসক বিরোধী শক্তির পাশাপাশি সামরিক অভিযান শুরু করছে।