প্রশান্ত ঘোষ : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৫ জানুয়ারি থেকে যশোরের সাগরদাঁড়িতে শুরু হবে সপ্তাহব্যাপী ‘মধু মেলা’। শেষ হবে ৩১ জানুয়ারি। ‘মধু মেলা’-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়।

বুধবার (১৯ অক্টোবর ২০২২) সকালে যশোর কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত।

দীর্ঘক্ষণ খোলামেলা আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে- সুস্থ ও সুন্দর পরিবেশে মেলা আয়োজনের জন্য এবারও মেলা ইজারা দেয়া হবে না। কেশবপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে মেলার মাঠ ব্যবস্থাপনা করা হবে। যা মাঠ ব্যবস্থাপনা উপ-কমিটির মাধ্যমে পরিচালিত হবে। মাঠ ব্যবস্থাপনা উপ-কমিটি স্থানীয় পর্যায়ে স্টল বরাদ্দের মাধ্যমে অর্থ সংগ্রহ করবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী এবারও খোলা মঞ্চে বিনা টিকিটে যাত্রা প্রদর্শন করা হবে। এছাড়া মেলায় কোন পুতুল নাচ, ভ্যারাইটি শো প্রদর্শন, যেকোন প্রকার জুয়া, লটারি, হাউজি করা হবে না। তবে প্রতিবছরের মত এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপিাশি সার্কাস, মৃত্যুকূপ, ম্যাজিক শো প্রদর্শন অনুষ্ঠিত হবে। এছাড়া সুষ্ঠুভাবে মেলা পরিচালনার জন্য সভা থেকে বিভিন্ন উপ-কমিটি গঠিত হয়।

মুক্ত আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, প্রবীণ শিক্ষাবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশীদ, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন, কেশবপুর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, মাইকেল মধুসূদন দত্তবাড়ির কাস্টোডিয়ান আইরীন পারভীন, মাইকেল গবেষক খসরু পারভেজ, কেশবপুর মনোজ-ধীরাজ একাডেমির পরিচালক এমএ হালিম, কেশবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, পাঁজিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইন্সটিটিউটের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী প্রণব দাস, কেশবপুর কণ্ঠস্বর সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক উজ্জল ব্যানার্জী, কলতান সংগীত একাডেমির পরিচালক প্রদীপ বসু পল্টু, মধুসূদন সঙ্গীতালয়ের পরিচালক অলোক বসু বাপী প্রমুখ।