ঝিনাইদহ প্রতিনিধিঃ চেতনানাশক ওষুধ দিয়ে এক ইজিবাইক চালককে অজ্ঞান করে তার ইজিবাইক নিয়ে পালানোর সময় জনতার হাতে মিজানুর রহমান শেখ ওরফে মিরাজ নামে এক চোর আটক হয়েছে। পরে তাকে ঝিনাইদহ র‌্যাবের কাছে সোপর্দ করা হয়। মিজান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে পাঠানো ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ভিকটিম ইজিবাইক চালক আমিনুল ইসলাম চুন্নু সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের বিসিক শিল্প নগরী এলাকায় যাত্রী নামিয়ে দাড়িয়ে ছিলেন। এ সময় আসামী মিজানুর রহমান শেখসহ অজ্ঞাতনামা ৩/৪জন আসামী একটি সাদা রংয়ের মাইক্রোবাস নিয়ে সেখানে থামে। এরপর ইজিবাইক চালকের মুখে চেতনানাশক ঔষধ মিশানো রুমাল ধরে অচেতন করে মাইক্রোবাসে উঠিয়ে নেয়। মিজানুর রহমান শেখ চালক সেজে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা টহলরত র‌্যাবের কাছে বিষয়টি জানায়। র‌্যাব তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে মিজানুর রহমান শেখকে ইজিবাইকসহ আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অপহৃদ ইজিবাইক চালক চুন্নুকে কালীগঞ্জ থানা এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের ভাতিজা তাজমুল হোসেন টিপন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন। গ্রেফতারকৃত আসামী মিজানুর শেখ জিজ্ঞাসাবাদে ইজিবাইক চালক অপহরন ও ইজিবাইক চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।