রবিউল ইসলাম : উন্নত পল্লী উন্নত দেশ,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আওতায় ইরেসপো প্রকল্প কর্তৃীক বাস্তবায়িত সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।শনিবার সকালে খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে কিশোরীদের সচেতনতামুলক প্রশিক্ষণ উদ্বোধন সহজ প্রশিক্ষণ সামগ্রী সেনেটারি ন্যাকীন,খাতা, কলম সহ বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব বাহাউল ইসলামের সভাপতিত্বে ও পমেট চন্দ্র বর্মন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা ইরেসপোর সঞ্চালনায় উক্ত কিশোরীদের সচেতনতামুলক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নয়ন কুমার রাজবংশী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মোজাম্মেল হক সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।