ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে বিএনপির মহা-সমাবেশকে কেন্দ্র করে বন্ধ করে দেয়া হয়েছে গণপরিবহন। বিএনপির নেতাকর্মীরা পায়ে হেটে, রিকশায় করে বিএনপির মহা-সমাবেশে যোগ দিচ্ছেন। শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড় থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যেতে দেখা যায়নি। এতে করে ময়মনসিংহের সাথে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জের যোগাযোগ বিচ্চিন্ন হয়ে পড়েছে।

এদিকে, একই দিনে মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী কোন বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমকে বলেন, সার্কিট হাউজ মাঠের অনুমতি না পাওয়ায় প্রশাসনের মৌখিক নির্দেশে পলিটেকনিক মাঠে গণসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাত আটটার পর সমাবেশেস্থলে মঞ্চ তৈরিসহ অন্যান্য কাজ শুরু করেন নেতাকর্মীরা।

তিনি অভিযোগ করেন, শুক্রবার দুপুরের পর থেকেই ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় সব ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে যে যেভাবে পারছেন, সেভাবেই রাত থেকে আসা শুরু করেছেন। এবিষয়ে জেলা মটরমালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা গণমাধ্যমকে বলেন, আমরা চাই গাড়ি চলুক। কিন্তু চালকরা আগ্নি-সন্ত্রাসের কারণে গাড়ি চালাতে অনিহা প্রকাশ করেছেন।

এদিকে, ময়মনসিংহে বিএনপির বিভাগীয় কর্মসূচি উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) রাত থেকেই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সমাবেশে অংশগ্রহণ বাধাগ্রস্ত করা হতে পারে এমন আশঙ্কা থেকে রাতেই হাজারো নেতাকর্মী নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অবস্থান নিতে শুরু করেন।

শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকে।এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, সমাবেশে আসা বাধাগ্রস্ত করতে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেও তারা বিভিন্নভাবে, অটোরিকশায় করে ও পায়ে হেঁটে সমাবেশে এসেছেন।