আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা বাজারে আবারও দিনদুপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায় প্রতিদিনের মত গতকালও ১৩/১০/২২ তারিখ বৃহস্পতিবার ঝিকরগাছা সাবরেজিস্টার অফিসের নকলনবিশ কীর্তিপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র মোঃ রায়হান হোসেন তার নিজ নামে রেজিষ্ট্রেশনকৃত যশোর হ ১৭- ৩৩৮২ নংএর ১০০ সিসি হিরো হোন্ডা স্পেলেন্ডার মোটরসাইকেলটি অফিসের নির্ধারিত জায়গায় তালাবদ্ধ করে অফিসের কাজ করতে থাকেন। পরবর্তীতে দুপুর ২টার সময় খাবার খাওয়ার জন্য অফিস থেকে নীচে নেমে দেখেন তার মোটরসাইকেলটি যথাস্থানে নেই। বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করেও মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি। গত ২৫ সেপ্টেম্বরও শ্রীরামপুর গ্রামের সবুজের বাড়ির কলাপসিবল গেট ও ঘরের তালা ভেঙে চোরেরা একটি নতুন হিরো মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায়ও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু মোটরসাইকেল বা চোর কোনোটাই পাওয়া যায়নি। সম্প্রতি ঝিকরগাছায় মোটরসাইকেল চুরির হিড়িক পড়ে গেছে। বিভিন্ন সময়ে চোরেরা ঝিকরগাছার বিভিন্ন অঞ্চল থেকে অর্ধ শতাধিক গাড়ি চুরি করে নিয়ে গেছে। কিন্তু কোনো গাড়ি আজ পর্যন্ত উদ্ধার হয়নি কিংবা চোরও ধরা পড়েনি। এই নিয়ে মোটরসাইকেল মালিকেরা সবসময়ই আতংকে থাকছেন না জানি কখন তার সখের গাড়ি চুরি হয়ে যায়? এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, মোটরসাইকেল চুরির একটা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তবে ঝিকরগাছার জনগণ পুলিশের আরও বেশী ভুমিকা পালন করার জোর দাবি জানিয়েছেন।