খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2163 বার
সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বসুন্দিয়ায় সেচ্ছাসেবী সংগঠন (পাশে আছি আমরা) এর উদ্ব্যোগে শিক্ষার্থীদের নিয়ে আইসিটি বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ৭,ই অক্টবর সকাল ৯ টায় বসুন্দিয়ার জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কারিগরী প্রশিক্ষণের অংশ হিসেবে এই আইসিটি ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রতিনিধি মোঃ আবু তাহের, প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারন সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক কালের খবর ও গ্রামের সংবাদ প্রতিনিধি সাঈদ ইবনে হানিফ, পাশেআছি আমরা সেচ্ছাসেবি সংগঠনের প্রধান সম্নয়ক কাজী ফারদীন ইসলাম আবির সহ সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, বিশ্ব ক্রমেই প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। আইসিটি তথা প্রযুক্তি বিষয়ক জ্ঞান ধরোনা ছাড়া আগামী প্রজন্ম চ্যালেঞ্জের মুখে পড়বে । এজন্য শিক্ষার্থীদের এখনই সময় আইসিটি বিষয়ে ধারনা নিয়ে সেবিষয়ে অভিজ্ঞতা অর্জন করা । এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য পাশে আছি আমরা সংগঠনটি নিঃসন্ধেহে প্রশংসা পাওয়ার দাবিদার বলে উল্লেখ করেন অতিথিবৃন্দ । উল্লেখ্য সংগঠনটি ৬০ জনেরও অধিক শিক্ষার্থীদের নিয়ে আইসিটি বিষয়ক এই ক্যাম্পেইনের আয়োজন করেছে । সময় উপযোগী এমন একটি ক্যাম্পেইনে অংশ গ্রহনের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা ও অনেক খুশি। এমন অভিপ্রায় ব্যাক্ত করেছে তারা।