খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3305 বার
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) ঃ হনুমান, সহসাই দেখা মেলেনা ঝোপঝাড় কিম্বা গ্রামের আশপাশে। কারণ তাদের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান। সেখানে তাদের জন্য সরকারি বেসরকারি ভাবে রয়েছে খাবার ও বসবাসের সুযোগ সুবিধা। তারপরও প্রতিবছর সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিকে এই হনুমানদের দেখা মেলে প্রত্যান্ত গ্রাম অঞ্চলের বাজার হাট এবং পাড়া মহল্লার আনাচকানাচে । এবছরে তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি গত ১ লা অক্টোবর থেকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর, বাগডাঙ্গা, ওয়াদীপুর রাধানগর এলাকার গ্রামের বাজারঘাট এলাকায় দেখা যাচ্ছে কয়েকটি কালো হনুমানের । এলাকাবাসি বলেছেন, গত কয়েক দিন যাবত তারা গ্রামের বাসাবাড়ির আশপাশে এবং বাজার হাটে মানুষের মাঝে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। সুযোগ পেলেই তারা দোকান থেকে বিভিন্ন খাদ্য নিয়ে চম্পট দিচ্ছে এবং বিভিন্ন গাছের ফলফলাদি খেয়ে নষ্ট করছে । এলাকাবাসি বলেন, ধারনা করা হচ্ছে প্রতিবছর এই সময় হনুমান গুলো খাদ্যের অভাবে তাদের আবাসস্থল থেকে বেরিয়ে আসে ।