যশোর রেল স্টেশন মাছ বাজারে ওয়াশ রুম নির্মাণের দাবি জানিয়েছেন যশোর জেলা মৎস্যজীবি লীগের নেতৃবৃন্দ।

এ বিষয়ে যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মো আবু তোহা, সদস্য সচিব সেলিম রেজা বাদশা, সদর উপজেলা মৎস্য জীবী লীগের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সদস্য সচিব শাহিদ ইমরান সবুজ, পৌর মৎস্য জীবী লীগের আহবায়ক শেখ পিয়ার মুহাম্মদ পিয়ার ও যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন এক বিবৃতিতে যশোর রেল স্টেশন মাছ বাজারের ওয়াশ রুম ভেঙে সিড়ি ঘর নির্মাণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যশোর জেলার একটি প্রসিদ্ব মাছ বাজার রেল স্টেশন মাছ বাজার। এখানে পাইকারি মাছের আড়ত রয়েছে ৯ টি এবং খুচরা ও পাইকারি মিলে শতাধিক মাছের দোকান আছে। কেশবপুর, মনিরামপুর, ভবদহ, কপালিয়া, পাজিয়া, কাটাখালী, ঝিকরগাছা, বাঁকড়া, নাভারন, বাগাচড়া ও বেনাপোল থেকে মাছ চাষী ও মাছ ব্যবসায়ীরা যশোর রেল স্টেশন মাছ বাজার পাইকারদের কাছে মাছ বিক্রি করতে আসেন। সকাল থেকে রাত পর্যন্ত মহিলারা সহ বহু মানুষ মাছ বাজারে মাছ কেনার জন্য আসেন। কিন্তু এতো বড়ো মাছ বাজারে নেই কোন বাথরুম ও প্রসাবখানা অর্থাৎ ওয়াশ রুম নাই এর ফলে সারাদিন ধরে যারা মাছ বিক্রি করেন তাদের প্রাকৃতিক কাজ সারা খুব কষ্টের হয়ে যায়। বিশেষ করে মহিলাদের জন্য বেশি সমস্যা সৃষ্টি হয়ে থাকে। সরেজমিন পরিদর্শন করতে গেলে যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক ও মৎস্য জীবী ও জেলে ফাউন্ডেশন খুলনা বিভাগের সভাপতি মোঃ আবু তোহা ও সদস্য সচিব সেলিম রেজা বাদশা দেখেন মাছ বাজারে পূর্বে একটি বাথরুম ছিলো কিন্তু সেটা ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। মাছ বাজারের দোকানীদের কাছে জানতে চাইলে তাঁরা বলেন বাথরুম ছিল কিন্তু তা বহুদিন নষ্ট ঠিক সেই বাথরুমের জায়গায় মালিক পক্ষ মার্কেটের দ্বিতীয় তলায় উঠার সিড়ি ঘর নির্মাণ করছেন। এই অবস্থায় সাধারণ মাছ ব্যবসায়ী সহ মাছ বাজারে যারা আসেন তারা হতাশ হয়ে পড়েছেন।

এমতাবস্থায় যশোরের অতি গুরুত্বপূর্ণ রেল স্টেশন মাছ বাজারে সাধারণ মাছ ব্যবসায়ী, আড়তদার ও মাছ ক্রেতাদের অসুবিধা দুর করার জন্য অনতিবিলম্বে মাছ বাজারে একটি ওয়াশ রুম নির্মাণের পদক্ষেপ নেয়ার জন্য যশোর জেলা প্রশাসক ও পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি।