খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3874 বার
সাঈদ ইবনে হানিফ] বাঘারপাড়া (যশোর) প্রতিবেদক ঃ
যশোরের বাঘারপাড়ায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে এলাকার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে ধর্মশাস্ত্র ও বস্ত্র বিতরণ করা হয়েছে
শুক্রবার ধর্মশাস্ত্র ও বস্ত্র বিতরণের আয়োজন করেন বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
এদিন সকাল ১১ টায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের দোহাকুলাস্থ ‘রাই কোমল’ বাড়ির উঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ১২০ জন, ৩০ জন বিধবা মহিলা ও অর্ধশতাধিক যুবক ও তরুণীকে পূজা উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, ছেলেমেয়েদের জামাকাপড়, নগদ অর্থ ও ধর্মগ্রন্থ গীতা। কয়েকবছর ধরে এ অনুষ্ঠানের আয়োজন করে আসছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।