খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3772 বার
এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ও ফলক উন্মাচন করেন নব-নির্মিত ৩ তলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি ও সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, এলজিইডির প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, এলজিইডি সাতক্ষীরার প্রধান নির্বাহী প্রৌকশলী মো. সুজায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাকসুমুল হাকিম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর উপজলা প্রকশলী মো. আব্দুল হামিদ প্রমুখ। এলজিইডি সাতক্ষীরার বাস্তবায়নে ২ কাটি ৯৪ লক্ষ ৭০ হাজার ৮১৯ টাকা ব্যয় সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ জেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।