জেলার খবর, বগুড়া, রাজশাহী বিভাগ | তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1271 বার
বগুড়া প্রতিনিধি : বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুরে চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে নিমিষেই বাসটি পুড়ে ছাই হয়ে গেলেও অল্পের জন্য অর্ধশত যাত্রী প্রাণে বেঁচে গেছেন। তবে যাত্রীদের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ছোনকা এলাকায় ঘটনাটি ঘটে৷
বিষয়গুলো নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ সিভিল ডিফেন্স নাদির হোসেন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে মাত্র ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আহসান পরিবহনের বাসটি কুড়িগ্রামে থেকে ঢাকা যাচ্ছিলো। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করছি, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসে থাকা কেউ হতাহত হয়নি। বাসে থাকা যাত্রীদের মালামাল ও বাসের অধিকাংশ অংশ আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে হয়ে যায়।