খুলনা বিভাগ, খেলাধুলা, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2969 বার
মোঃ মিল্টন কবীর (মিন্টু) কলারোয়া,সাতক্ষীরা প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি আট দলীয় ফুটবল টুর্নামেন্টে বলিয়ানপুর কে ২–১ গোলে হারিয়ে স্বাগতিকরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
রবিবার বিকালে স্হানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনা মাটি যুব সংঘের আয়োজনে, আটদলীয় ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বলিয়ান পুর বনাম কেঁড়াগাছির মধ্যে ফাইনাল খেলাশুরুর ২ মিনিটে কেঁণড়াগাছির ১১নং জার্সিধারী খেলোয়ার রাজ গোল করে দলকে এগিয়ে নেন। ২৮মিনিটে বলিয়ানপুরের ১১নং জার্সিধারী খেলোয়ার গোল করে সমতা ফিরিয়ে বিরতিতে যায়।বিরতির পর ২৫মিনিটে কেঁড়াগাছি ১০নং জার্সিধারী খেলোয়ার রাসেল গোল করে ব্যাবধান বাড়ান।
রেফারির শেষ বাশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায়,২–১ গোলে স্বাগতিকরা জয়লাভ করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, তোতা মিয়া তাকে সহযোগিতা করেন, এস এম আশিকুর রহমান আশিক ও এস কে সাইদ।
খেলায় চ্যাম্পিয়ন দলকে ৫০০০টাকা রানার্স দলকে ৩০০০টাকা পুরস্কার দেওয়া হয়।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ কেঁড়াগাছির রাজ নির্বাচিত হয়। বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলায় উপস্হিত থেকে খেলাটি উপভোগ করেন ও পুরস্কার বিতরণ করেন, মেম্বর মুনছুর আলী বিশ্বাস, সাংবাদিক ওহিদুজ্জামান, আক্তারুজ্জামান, তৌহিদুজ্জামান, জিল্লু, সোহাগ, মিলন, জাফর, ইমরান প্রমুখ।