বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় স্বাধীনতার মহান স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের মেদুয়ারী -বান্দিয়া ব্রিজ সংলগ্ন স্থানে বাংলাদেশ কৃষকলীগের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

উপজেলার মেদুয়ারী ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৪ আগস্ট ২০২২ রোজ বুধবার আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি: উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ কাজিম উদ্দিন আহমেদ(ধনু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম (পিন্টু), ভালুকা পৌরসভা পরিষদের চেয়ারম্যান মেজবাহউদ্দিন (কাইয়ুম), কৃষকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া, আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল লোকমান হেকিম সরকার, মেদুয়ারী ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারেকসহ মুক্তিযোদ্ধা অন্যান্য সদস্যবৃন্দ, যুবলীগের আহবায়ক মাজহারুল হক মাস্টারসহ যুবলীগের সদস্যবৃন্দরা, উপস্থিত মেদুয়ারী ইউনিয়নের কৃষকলীগের সভাপতি খবির উদ্দিন পাঠান ওয়ালীউল্লা ও যুবলীগের সদস্যবৃন্দ, মেদুয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাইদুল হক খান (বাশেদ) ও ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দরা,উপস্থিত ছিলেন, মেদুয়ারী ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি মো: রবিন ও সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান (শাকিল)সহ আওয়ামী সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ এবং সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

সবশেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।