খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ আগস্ট ১৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3284 বার
শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখাতে ভেঙ্গে পড়লো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ, অল্পের জন্য বেঁচে গেল শিশু শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক সহ দেড় শতাধীক জীবন।ঘটনাটি ঘটেছে ১৬ আগস্ট মঙ্গলবার ৬৪ নং রায়জাদাপুর আদাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সন্ধ্যার দিকে বিকট শব্দ করে বিদ্যালয়ের একমাত্র ভবনের সামনের অংশ বারান্দা সম্পূর্ণ ভেঙ্গে পড়ে। এ ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি। ঘটনার পর খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক তপতী রায়সহ সকল শিক্ষকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রধান শিক্ষক তপতী রায় বলেন মঙ্গলবার স্কুলে শিশুদের পুষ্টিকর খাবার প্রদান প্রকল্পের আওতায় ৭৭ জন শিক্ষার্থীকে মুরগী ও ডিম দেয়া হয়।যে কারণে স্থানীয় চেয়ারম্যান হুসাইন শিকদার প্রকল্পের লোকজন, শিক্ষার্থী-অভিভাবকসহ প্রায় দেড় শতাধিক লোকের দিন ব্যাপি স্বরগম ছিলো।ঐ সময় এ ঘটনা ঘটলে অনেক লোকের প্রাণহানী ঘটতে পরতো।সৃষ্টিকর্তা বাচিয়েছেন।২০১৩ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।তখন থেকে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও শিক্ষা অফিসারকে বার বার বলেও ভবনের ব্যবস্থা হয়নি।ফলে বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনেই পাঠদান করাতে হচ্ছে। তবে তিন বার মাটি পরিক্ষা করা হয়েছে। ২০১৬ ও ২০১৮ সালে ভবনের বরাদ্দ আসে বলে শোনা যায়। কিন্তু কোন অদৃশ্য শক্তির কারে ঐ বরাদ্দ বাতিল হয়ে যায়।বর্তমানে বিদ্যালয়ে দুইটি টিন শেড কক্ষ আছে যা পাঠদানের জন্য যথেষ্ট নয়।ফলে রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচে হবে শিশুদের পাঠ দানের জায়গা। এ ব্যপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় শিক্ষানুরাগী এক ব্যক্তি বলেন কতৃপক্ষের সঠিক গৃহ বন্টনের অভাবে এ সমস্য হয়েছে।কেহ প্রয়োজন ছাড়া ঘর পাচ্ছে।আবার কেহ প্রয়োজনেও পাচ্ছে না। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া দরকার।