খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ আগস্ট ১৫, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2192 বার
শালিখা প্রতিনিধি, মাগুরা : মাগুরা জেলার শালিখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সারাদিন আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শ্যামল কুমার দে এতে সভাপতিত্ব করেন।
শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেনসহ সভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শ্রী বীরেন শিকদার এমপি বলেন, নীতি আদর্শবিহীন দল ক্ষমতায় যেতে পারে না। যে দলের কর্মসূচি নেই, সেই দল ছোট খাটো বিষয় নিয়ে আন্দোলন করে ক্ষমতাই যেতে পারবে না। বিএনপি ছোটো খাটো বিষয় নিয়েই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।
তিনি আরো বলেন, যার জন্ম না হলে আমরা সোনার বাংলা পেতাম না, সেই মহান নেতার শাহাদাত বার্ষিকীতে তার আত্মার শান্তির জন্য আমরা দোয়া করবো। বঙ্গবন্ধু যে সোনার বাংলা দেখতে চেয়েছিলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই সোনার বাংলা গড়তে পেরেছি। দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো। যারা দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে রুখে দিতে হবে। ষড়যন্ত্রকারীদের আশ্রয় এই সোনার বাংলায় হবে না।
এদিকে, এদিন বিকেলে শালিখা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি শহীদুজ্জামান চাঁদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহের সঞ্চালনায় সভায় আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের শিক্ষক আলী হোসাইন, শালিখা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রাজিব, কোষাধ্যক্ষ শাহিনুর রহমান, প্রচার সম্পাদক আবু হুরাইরা, মেহেদী হাসান ইমরান ও অমিত কুমার বসুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু বাঙালী জাতির জন্য ছিল একটি নিবেদিতপ্রাণ, যার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা পেয়েছি এক স্বাধীন রাষ্ট্র। পাশাপাশি তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
আলোচনা শেষে আড়পাড়া কওমী মাদরাসার সিনিয়র শিক্ষক তানভীর হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে ১৫ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা সহ তাঁর পরিবারের শাহাদাত বরণ করা সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।