চাঁপাইনবাবগঞ্জ, জেলার খবর, রাজশাহী বিভাগ | তারিখঃ আগস্ট ৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4963 বার
শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : শিবগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
আজ সোমবার তথ্য আপা প্রকল্প(২য় পর্যায়) জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তথ্য কেন্দ্র শিবগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) জুবায়ের আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী যোবায়ের আহমেদ, উপজেলা তথ্য আপা কর্মকর্তা ফৌজিয়া আক্তার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি শিউলী বেগম । আলোচনা শেষে সুবিধাবঞ্চিত অসহায় নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়।