সাঈদ ইবনে হানিফ ঃ যশোরে গ্রাম ডাক্তারদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্য এক প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।

৬ই আগস্ট শনিবার সকাল ১১টায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রাম ডাক্তার আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করা হয় । বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছা: লুৎফুন্নাহার । প্রধান বক্তা ছিলেন, চীফ পেটি অফিসার (অব:) গ্রাম ডাক্তার এম এ গফুর কেন্দ্রীয় সহ-সভাপতি ও সভাপতি যশোর জেলা। বিশেষ অতিথি ছিলেন ডা: মোঃ আল-ইমরান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, উপস্থিত ছিলেন, গ্রাম ডাক্তার আব্দুল মান্নান বিশ্বাস, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক যশোর জেলা, গ্রাম ডাক্তার, মোস্তফা আল কামাল সাধারণ সম্পাদক সদর উপজেলা গ্রাম ডাক্তার বাহারুল ইসলাম কাজল যুগ্ম সাধারণ সম্পাদক যশোর জেলা গ্রাম ডাক্তার সুকুমার রায় সাধারণ সম্পাদক চৌগাছা উপজেলা।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলার সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার মনিরুজ্জামান সোহাগ।