সনত চক্রবর্ত্তী: ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধি জসিম মোল্যাকে (২৫)নির্যাতনকারীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) বিকালে পৌরসভার তালতলা বাজারে এলাকাবাসির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে বক্তারা বাকপ্রতিবন্ধি জসিমের উপরে নির্যাতনকারীদে দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবী করেন।
এ সময় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোঃ বিপ্লব মিয়া, যুবলীগ নেতা রাহাদুল আক্তার তপন, খন্দকার ছাকেন্দার হোসেন, সালাউদ্দিন আল মাসুদ,মান্নান মাতুব্বার, সমাজ সেবক ও মানবাধিকার কর্মী সুমন রাফি, মোঃ ছিরু মেম্বার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আবুল হোসেন, ডাঃ নজরুল ইসলাম ও যুবলীগ নেতা প্রদীপ ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৭ জুলাই জসিম পথ ভুলে আসার সময় দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের মধ্যে আসার পথে সারবানদিয়া গ্রামের জাফর মোল্যার নেতৃত্বে তাকে চোর সন্দেহে মারধর করে আহত করে। এ সময় প্লাস দিয়ে তার একটি দাঁত ও পায়ের একটি আঙ্গুলের নখের চাড়া উঠিয়ে দেয়। খবর পেয়ে জয়নগর পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।