রবিউল ইসলাম : ঝিনাইদহের পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার পেলেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ সেলিম মিয়া (ওসি)। শনিবার জেলা পুলিশ লাইনে এই মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।গত জুন মাসের মাদক উদ্ধার, ওয়ারেন্ট ভুক্ত আসামীদের তালীম সহ সাধারণ মানুষের পুলিশ সেবা দেওয়ার জন্য শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ সেলিম মিয়া সহ ৯জন পুলিশ অফিসার। ওসি সেলিম মিয়া সহ এসআই আব্দুল জলিল, এসআই হায়াৎ মাহামুদ খাঁন, এসআই সুব্রত রায়, এসআই হাফিজুর রহমান, এএসআই সজল মন্ডল, এএসআই রওশন আলী, এএসআই মোফাজ্জেল হোসেন, কষ্টবল লিটন কুমার বিশ্বাস এই পুরস্কার পেলেন।জেলার মোট ২৬জন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে এই পুরস্কার প্রদান করেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম। তিনি সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উক্ত কল্যাণ সভার সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মুনতাসিরুল ইসলাম সহ উপস্থিত ছিলেন জনাব আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ঝিনাইদহ, জনাব মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,কোটচাঁদপুর সার্কেল,জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ সার্কেল,জনাব অমিত কুমার বর্মন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, শৈলকুপা সার্কেল, আরআই পুলিশ লাইন্স, সকল থানার অফিসার ইনচার্জগণ, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর, ডিআইও-১ সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, অফিসার ও ফোর্সবৃন্দ।