বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণে ব্যাপক অনিয়ম দেখা যায়, উপস্থিত ট্যাগ অফিসার ও ইউপি সচিবের পস্থিতিতেই চাল বিতরণ শুরু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা-কে সামনে রেখে অত্র ইউনিয়নে( ৮৯৮ টি) কার্ডধারীর মাঝে ১০ কেজি করে চাল সরকার বরাদ্দ দেয়। ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যানের দুঃসম্পর্কের বাতিজা হানিফ সেন্টিগ্রেডের যোগসাজোসে ওয়ার্ড ভিত্তিক চাল ভাগ-বাটোয়ারা করে। ৭ জুলাই (৮৯৮ টি )স্বজনপ্রীতি কার্ডধারী ব্যক্তিদেরকে সকাল ৯ টার মধ্যেই সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও ইউপি সচিব উপস্থিত থেকে কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলার দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার রিপন চন্দ্র ও ইউপি সচিবসহ সাড়ে ৮ কেজি করে চাল কার্ডধারী ব্যক্তিদেরকে চাল বিতরণ করেন। এসময় উপস্থিতি কার্ডধারী আমেনা খাতুন জায়েদা খাতুন, সোরহাবসহ দু’শতাধিক কার্ডধারীর অভিযোগ করে ব’লে ৮ থেকে সাড়ে ৮ কেজি চালের বেশী হবে না। তালিকাভূক্ত অনেককেই চাল বিতরণের খবরই জানেন না। তাছাড়া স্লিপ হাতে নিয়ে বাড়ী ফিরে যেতে দেখা যায়। এছাড়াও যাদের নামে তালিকা হয়েছে তারা চাল পাইনি। তবে যে স্লিপ হাতে নিয়ে গেছে টিপ দিয়েই চাউল নিয়ে আসছে। এমনকি দুঃসম্পর্কের বাতিজা হানিফ সেন্টিগ্রেড এর মাধ্যমে বর্তমান ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের একটি কক্ষে অফিস নিয়ে পরিষদ পরিচালনা করতে দেখা যায়।

এ ব্যাপারে অত্র ইউপি সদস্য রফিকুল ইসলামকে অনিয়ম ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান, তালিকাভুক্ত যে সকল সুবিধাভোগীদেরকেই চাল দেওয়া হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিপন চন্দ্র -কে অনিয়মের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি কোনো কর্ণপাত করেননি।