জেলার খবর, ঠাকুরগাঁও, রংপুর বিভাগ | তারিখঃ জুলাই ৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 6091 বার
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সন্মেলন অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ নির্বাচিত হন।
জানা যায়, শনিবার ২ জুলাই রাত সাড়ে নয়টায় পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মঞ্চে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আরমানুল হক পার্থ তাদের নাম ঘোষনা করেন।
এ সময় অনুষ্ঠিত সম্মেলনের আলোচনা সভায় উপজেলা কৃষক লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক।
এছাড়াও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, জেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক পবারুল ইসলাম, কেন্দ্রিয় কমিটির সদস্য আরমানুল হক পার্থ ও লুৎফুল বারি উসমানী।অনুষঠানের উদ্বোধক ছিলেন আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব,
পৌর মেয়র ও আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আলম, ভাইস চেয়ারম্যান ও সেচ্ছাসেবকলীগ সভাপতি সোহেল রানা, পীরগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল জলিল,হরিপুর কৃষক লীগের সভাপতি অধ্যাপক রিয়াজুল ইসলাম প্রমুখ।ও এঅনুষ্ঠানে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আ.লীগ শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক সহযোগি অধ্যাপক প্রশান্ত বসাক।