মোঃ মিল্টন কবীর,কলারোয়া,প্রতিনিধী : কলারোয়ায় তামাক বিরোধী এক প্রশিক্ষণ কর্শশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অংশগ্রহনে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(২৮ জুন) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ওয়েলফেয়ার ক্লাবে অনুষ্ঠিত দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। প্রশিক্ষণে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবর রহমান, কৃষি অফিসার কৃষিবীদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার এইস,এম রোকনুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম নাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, টাস্কফোর্স কমিটির সদস্য ইউপি চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য সদসবৃন্দ। বক্তারা সারাদেশের ন্যায় কলারোয়াকে তামাকমুক্ত করতে এবং তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে আইনের বিশেষ দিকগুলো উপর গুরুত্ব আরোপ করেন। তবে জনস্বার্থে তামাকের ক্ষতিকর দিকগুলো প্রচারে স্থানীয়ভাবে কি পদক্ষেপ গ্রহন করা হয়েছে সেটি জানা সম্ভব হয়নি।