রবিউল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরের মান্দার বাড়িয়া ইউনিয়নের ঐতিহাসিক পুড়োপাড়া পশুহাটের দিনে যশোরের চৌগাছার ঋষিপাড়া নামক স্থানে অবৈধ পুশুর হাট স্থাপনের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।রবিবার সকাল দশটা থেকে বারটা পর্যন্ত এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।স্থানীয় সরকার খুলনা বিভাগীয় প্রশান কর্তৃক যশোর জেলা ও চৌগাছা উপজেলা প্রশাসনের নিকট বার বার অবৈধ ঋষিপাড়ার পুশুরহাটটি উচ্ছেদের নির্দেশ দিলেও তা কোন কার্যকর হয়নি।জানা যায় ১৪২৪ সনের ১ কোটি ৪১ লক্ষ ৫৬ হাজার ২ শত ৫০ টাকা পরিশোধ করে পুড়াপাড়া পশুর হাটের ইজরা গ্রহণ করেন। অন্য দিকে পাশ্ববর্তী চৌগাছা উপজেলার ঋষি পাড়া নামক স্থানে অবৈধ ভাবে পশুরহাট বসিয়ে মহেশপুর উপজেলার পুড়াপাড়া পশুহাটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। চৌগাছার পশুহাটির বন্ধের দাবিতে হাজার হাজার মানুষ ও পুড়াপাড়ার দোকানদাররা এই মানব বন্ধন কর্মসূচি পালন করে।
মান্দারবাড়িয়া ইউপি চেয়ারম্যান জনাব আমিনুর রহমানের সভাপতিত্বে মানব বন্ধন কর্মসুচিতে ৯ জন ইউপি সদস্য বক্তব্য রাখেন এছাড়াও পুড়োপাড়া বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণমাণ্য ব্যক্তি বক্তব্য রাখেন। অবিলম্বে চৌগাছা ঋষি পাড়ার অবৈধ পশুরহাট বন্ধের দাবি জানান স্থানীয় জনগণ।