খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ জুন ২৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3299 বার
শালিখা(মাগুরা) প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে মাগুরার শালিখায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়ন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ত্র্যাডঃ শ্যামল কুমার দে এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান, সহ-সভাপতি নির্মল বিশ্বাস, তরুণ কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বক্তিয়ার উদ্দিন লস্কর, সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ,উপজেলা কৃষক লীগের সভাপতি বাবু রামমোহন দে। এছাড়াও উপজেলা যুবলীগ,ছাত্রলীগ,কৃষক লীগ, স্বেচ্ছাসেবকসহ উপজেলা আওয়ামী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এমন একটি দল যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না এছাড়াও বাংলাদেশ বিনির্মাণে যার অবদান অনস্বীকার্য সেই মহামানব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভূয়সি প্রশংসা করেন। আলোচনা শেষে কেক কেটে ও মোমবাতি জ্বালিয়ে উৎসব মুখর পরিবেশে একে অপরের মুখে মিষ্টি তুলে দেন নেতৃবৃন্দ।