খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুন ২৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2210 বার
নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনাল এলাকা থেকে মালিক বিহীন একটি গ্রীনলাইন পরিবহনের সীটের নিচ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টার সময় স্বর্ণের বারের চালানটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, স্বর্ণ পাচারের গোপন খবরের ভিত্তিতে ঢাকা থেকে বেনাপোল আসা গ্রীন লাইন পরিবহনের বাসটি তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক সাহেদ মীনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।