খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুন ২১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1591 বার
আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে মঙ্গলবার শার্শা উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-পল্লী সঞ্চয় ব্যাংক, বর্তমানে (আমার বাড়ি আমার খামার), আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ণ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধির কার্যক্রম বৃদ্ধির জন্য ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে আলোচনা করেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন কুমার পাল, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস প্রমুখ।
কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে ১০টি গ্রুপ ভিত্তিক আলোচনায় হয়। কর্মশালায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক অংশগ্রহণ করেন।#