রবিউল ইসলাম বিশেষ প্রতিনিধি : কেউ বাস করবে ডাঙ্গায়, কেউ বাস করবে পানিতে এমনি ঘটনা ঘটতে চলেছে ঝিনাইদহের মহেশপুরের কপোতাক্ষ নদী খননকে কেন্দ্র করে।ঠিকাদার কপোতাক্ষ নদী খননের সাথে সাথে মালিকানা নিচু জমি রাস্তা পর্যন্ত উচু করার কাজ করতে দেখা যায়। মহেশপুর যুগী হুদা দক্ষিণ পাড়ার গাঁ হেসে বয়ে চলা কপোতাক্ষ নদীটির পাশ দিয়ে বসতবাড়ি তৈরি হয়েছে আবার কিছু যায়গা পরিত্যক্ত,ঐ পরিত্যক্ত যায়গা রাতের আধারে কপোতাক্ষ নদী খনন করতে আসা ভেকুমেশিন দিয়ে গভীর গর্ত করে মাটি গুলো দিয়ে রাস্তা পর্যন্ত উচু করা, আবার নদীর খননকৃত মাটি দিয়ে ঐ গর্ত পূরণ বা রাস্তা পর্যন্ত উচু করার কাজও করছে ঠিকাদার ও একটি সেন্ট্রিগেড। যার ফলে নদীর ডাইস বা পাড়ে যে মাটি থাকার প্রয়োজন সেটা দেখা যাচ্ছে না।আবার অনেকের স্বপ্নের বাড়ি যেটা পাঁচ থেকে ছয় বছর আগে তৈরি করেছেন,সেই বাড়িটি আজ কিছু সুবিধাভূগী মানুষের জন্য মাটির নিচে হারিয়ে যেতে বসেছে।এমনকি একটু বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যাবে বলে জানান এলাকাবাসী।

ভুক্তভোগী পরিবার জানান,নদী খনন শুরু থেকে যেভাবে করছিলো তাতে আমাদের তেমন ক্ষতি হতো না,কিন্তু একটি মহল ঠিকাদারের সাথে চুক্তি করে ব্যক্তিগত জমিতে গভীর গর্ত করে মাটি তুলে রাস্তা পর্যন্ত উচু করছে আবার নদীর খননকৃত মাটি দিয়ে ঐ গর্ত পূরণ করছে।যার ফলে আমাদের বাড়ি ঘরে মাটির নিচে হারিয়ে যাচ্ছে এবং আমাদের বাড়িতে বসবাস করাও বিপদজনক হয়ে উঠেছে বলে জানান। এ ব্যাপারে ভুক্তভোগী ও স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।