জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ জুন ১৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5722 বার
বিল্লাল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।। ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কুটুক্তি করার প্রতিবাদে মঙ্গলবার বিকালে তৌহিদী জনতা এক প্রতিবাদ মিছিল বের করে। মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাজার থেকে মিছিলটি বের হয়ে ভরাডোবা-ঘাটাইল আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে বনকোয়া বাজারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ স. এবং আয়েশা সিদ্দিকা রা. কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে উপজেলার মেদুয়ারী ইউনিয়ন সংঘটিত মুসলিম এক বছর হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, এইচ এম কে আব্দুস সালাম মূর্তুজা, মাওলানা আবুবকর সিদ্দিক ও আব্দুস সবর প্রমুখ। এ প্রতিবাদ মিছিলে বিপুল সংখ্যক তৌহিদী জনতা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়।