খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ জুন ১৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5507 বার
শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় বাংলাদশ উনয়ন বোর্ড(বিআরডিবি) এর আয়াজনে, দরিদ্র মহিলাদের জন্য সম্বন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প(ইরসপা)-২য় পর্যায়, বিষমুক্ত শাক-সবজি চাষ বিষয়ে ৩দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ বিআরডিবি’র প্রশিক্ষণ হলরুমে মঙ্গলবার উদ্বাধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব পল্লী উনয়ন ও সমবায় বিভাগ মোঃ রাশিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এআরডিও (ইরসপা) সঞ্জীব কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হাসান, বিআরডিবি শালিখার ইউসিসিএল এর সভাপতি ও ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলন্দু শিকদার, ইউআরডিও মোঃ রেজাউল হক প্রমূখ। প্রশিক্ষণ ৩০জন মহিলা অংশ গ্রহণ করন।