খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ জুন ১৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5228 বার
শালিখা (মাগুরা) প্রতিনিধি:ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী (সা:) এবং উম্মুল মুমিনীন আয়েশা (রা:) এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মাগুরার শালিখায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৪ টায় শালিখা উপজেলা রাসূল(সা:) প্রেমী তাওহিদী মুসলিম জনতার আয়োজনে অনুষ্ঠিত এ মিছিলটি আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে আড়পাড়া বাজার প্রদক্ষিণ করে স্বস্থানে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী বিক্ষোভ সমাবেশে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া, কুমারকোটা, উজগ্রাম আনন্দনগর, পোড়াগাছি, দিঘী,জুনারী, গোপালগ্রাম, শ্রীহট্ট, আড়পড়াসহ বিভিন্ন গ্রামের রাসুলপ্রেমী তাওহিদী মুসলিম জনতা অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন শালিখা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসেন কাসেমী, আড়পাড়া বাজার মসজিদের খতিব হফেজ ইমাম উদ্দিন নূরী, আড়াপাড়া কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মনিরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম ও স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। বক্তারা বলেন, রাসূল (সা:) কে কটুক্তির মত গর্হিত কাজের শাস্তি শুধু ক্ষমা চাইলেই হবে না তাদেরকে ফাঁসি দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি রাসূল (সা:) কে কটুক্তি করা বা অবমাননাকর কোন কাজ যদি কেউ করে তাহলে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।