খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুন ১৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5095 বার
শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার দরিশলই গ্রামকে ভিটামিন সি ভিলেজ হিসাবে গড়ে তুলার লক্ষে কৃষক ভুবন যশোরের আয়োজনে আজ সোমবার উপজেলার দরিশলই মধ্যপাড়া সিআইজি পুরুষ(ফসল) সমিতি ও গ্রামবাসীর মধ্যে ১ হাজার আমলকি গাছ বিতরণ করা হয়৷ গাছ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাছ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন৷ অনুষ্ঠানটি সঞ্চালন করেন কৃষক ভুবন এর ইউডিএফ মোঃ ইবাদ আলী,শালিখা রিপোর্টাস ইউনিটির সভাপতি শহিদুজ্জামান চাঁদ,ইউপি সদস্য আসাদুজ্জামান প্রমূখ৷