খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুন ১৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5376 বার
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) থেকে : প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কোন মোসলমানের ভিতর রাজনৈতিক হিসাব নিকাশ থাকতে পারে না । তিনি গোটা মানব জাতির জন্য রহমত স্বরুপ প্রেরিত হয়েছেন। শুধু তাই নয়, তিনি হলেন এমন একজন মহা মানব যিনি ব্যাক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থ নৈতিক, মানবিক সহ সকল দিক থেকে একজন সফল নবী ও রাসুল । যার বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, হে নবী তোমার কারণেই আমি পৃথিবী সৃষ্টি করেছি ও গোটা মানব জাতির জন্য তোমাকে আমি রহমত স্বরুপ পাঠিয়েছি এবং কেয়ামতের দিন যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। অতএব, সেই নবী মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কোন মোসলমানের মনে রাজনৈতিক হিসাব নিকাশ থাকতে পারে না । সম্প্রতি ভারতের মোদি সরকারের বিজেপি নেতৃ নুপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক মোহাম্মদ (সাঃ)কে নিয়ে আপত্তি কর মন্তব্য করার প্রতিবাদে ১৩ই জুন বিকাল সাড়ে ৫ টায় যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের (ঘোষনগর/বাগডাঙ্গা) বাজারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিানে বক্তারা এসব কথা বলেন। বক্তারা এই ঘটনায় আনুষ্ঠানিক নিন্দা প্রস্তাব আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। স্থানীয় তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মশিয়ার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগডাঙ্গা উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মাওঃ এরশাদ আলি, রাধানগর জামে মসজিদের ইমাম মাওঃ আমিনুর রহমান(বুলু), ঘোষনগর জামে মসজিদের ইমাম মাওঃ সোহরাব হোসেন, বাজার মসজিদের ইমাম মাওঃ আব্দুল হালিম, ঘোষনগর-বাগডাঙ্গা বাজারের সভাপতি মোঃ আকরাম হোসেনসহ প্রমূখ। সমাবেশ শেষে কয়েকশত তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল নিয়ে ঘুনী বাজার প্রদক্ষিণ করে আবার সমাবেশ স্থলে এসে শেষ করে ।