সাঈদ ইবনে হানিফ ঃ
যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত হলো গ্রামীন সাংস্কৃতির বাহক ঐতিহ্য বাহী ঘৌড় দৌড় প্রতিযোগীতা। রবিবার (১২ জুন) উপজেলার ৯ নং জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামের যুবসমাজের উদ্যোগে বিকালে কুমোরকোটা বিলে এই ঘোড় দৌড় অনুষ্ঠিত হয় । জামদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম (তিব্বাত) এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, ভিটাবল্লা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ মুহিদুল ইসলাম, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ছরোয়ার হোসেন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আতিয়ার রহমান সহ স্থানীয় গন্যমান্যে ব্যাক্তিবর্গ । আয়োজক সূত্র জানায়, ঘোড় দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জায়গার ৩০/৩৫ টা ঘোড়া অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নড়াইল সদর উপজেলার তুলারামপুরের ডা; শাহিনের ঘোড়া। বিজয়ী ঘোড়া মালিকদের হাতে পুরষ্কার তুলে দেন বাঘারপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ নাজমূল ইসলাম (সাগর)।