খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ জুন ১২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 6692 বার
শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় বাংলাদশ পল্লী উনয়ন বার্ড (বিআরডিবি)’র দরিদ্র মহিলদের জন্য সম^িত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরসপা) -২য় পর্যায় কিশারীদের সচেতনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে রোববার। উপজেলার সিংড়া¯ সরস্বতী শিকদার স্কুল এন্ড কলেজ ও বুনাগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ সভাপতিত্ব করেন বুনাগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন লস্কর। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। বিশৈষ অতিথি ছিলেন মাগুরা জেলার উপ-পরিচালক শাহানারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ, বিআরডিবি শালিখার ইউসিসিএল এর সভাপতি ও ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলন্দু শিকদার। বক্তব্য রাখেন ইউআরডিও মোঃ রেজাউল হক, এআরডিও (ইরসপা) সজীব কুমার মজুমদার, হিসাব রক্ষক মোঃ সাইফুল ইসলাম, ফিল্ড অফিসার মোঃ নাসরুল আলম ও জাকিয়া নাসরিন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার ২টি হাই স্কুলের কিশোরী সংঘের মাধ্যমে ২শত জন কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন, স্যাভলন ও সাবান বিতরণ করা হয়।