খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুন ১২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 6128 বার
শাহাবুদ্দিন আহমেদ : যশোরের বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন কার্যকারী পরিষদের ত্রি- বার্ষিক নির্বাচনে নির্বাচিত হওয়ায়
আবু তাহের ভারত এবং শাহিদা রহমান সেতু কে কৃতি সংবর্ধনা দেন ৮৫-৯০ এসএসসি ব্যাচের বন্ধুরা।
১১ জুন শনিবার রাতে হোটেল সান রুফে এক কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮৫-৯০ এসএসসি ব্যাচের বন্ধু এবং বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী।
এসময় ৮৫-৯০ এসএসসি ব্যাচের সকল বন্ধু এবং বান্ধুবী একে একে তাদের পরিচয় দেন। এবং অভিনয় ও গান করেন।