খুলনা বিভাগ, জেলার খবর, যশোর, রাজনীতি | তারিখঃ জুন ১১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 114134 বার
নিজস্ব প্রতিবদক : শার্শা উপজলা বিএনপি’র দু’গ্রুপের দ্বন্দে মুহুর্মুহু বামা বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। শুক্রবার রাত ৮টার দিকে এঘটনায় আহত হয়েছে ২জন। রাতেই পুলিশ বাদি হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয় শার্শা উপজেলা বিএনপি’র সাবেক স্বেছাসেবক বিষয়ক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম (বেড়ে বাবু) ও শার্শা উপজেলা বিএনপি’র সদস্য ও কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, বিএনপি কর্মী মনিরুল ইসলাম ও তারিকুল ইসলামকে আটক করে শনিবার সকালে আদালতে প্রেরন করেছে।
জানা যায়, শার্শা উপজেলার নাভারন বাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাত মফিজুর রহমান (৪৮) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছে। আহত মফিজুরকে হাসপাতালে দেখত আসলে বিএনপি নেতা আব্দুল হাই (৫৬)কে পিটিয়ে আহত করে। পরে উপজেলা সরকারি হাসপাতালের সামনে গভীর রাত পর্যন্ত দু’গ্রুপের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং মুহুর্মুহু বোমা বিষ্ফারণ এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। পরে শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এলাকাবাসী জানায়, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির ও কেদ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি’র সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই রেশ ধরে শুক্রবার সন্ধ্যার পরে তৃপ্তি গ্রুপের সমর্থকরা হাসান জহির গ্রুপের সমর্থক মফিজুরকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করে। তাকে উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা খারাপ হওয়ার কারণে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আহত মফিজুরকে হাসপাতালে দেখত আসলে বিএনপি নতা আব্দুল হাইকেও পিটিয়ে আহত করে।
শার্শা অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান,বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রাতেই ২৬ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ২৫/৩০ জনের নামে একটি মামলা হয়েছে। মামলা নং-৫ তাং-১১/০৬/২২। ৪জনকে আটক করে শনিবার সকাল আদালতে প্রেরন করেছে।