খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুন ৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 10113 বার
মোঃ সাইদুল ইসলাম : বেনাপোলে পুরাতন তেলের ব্যারেল বিস্ফোরণে ইমন হোসেন (২৫) নামে এক ওয়ার্কসপের কর্মচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা বাজারে আসিফ ওয়ার্কসপে এ ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন বালুন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে বালুন্ডা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল কাদের তেলের ব্যারেলটি কেটে ছোট চাউলের ড্রাম বানিয়ে নেওয়ার জন্য বালুন্ডা বাজারে আসিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিয়ে আসে। ড্রামটি কাটার সময় বিকট শব্দে বিস্ফোরিত হলে ইমন হোসেন রক্তাক্ত জখম হন।
এসময় ওয়ার্কসপের মালিক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমান ১১.২০ মিনিটের সময় তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ইমন হোসেনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
ড্রামের মালিক ড্রামটি বাগআঁচড়া থেকে অজ্ঞাতনামা ব্যক্তির নিকট হতে ক্রয় করে নিয়ে আসে বলে জানা যায়।
এদিকে মর্মান্তিক এ দূর্ঘটনায় নিহত ইমন হোসেনের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এএসআই ইমদাদ হোসেন বলেন, বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।