খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুন ৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 11467 বার
সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়া উপজেলার গ্রাম গুলোতে চলছে কুরবানির পশুর তদারকির কাজ। আসন্ন ঈদুল আজহা (কোরবানি) ঈদ উপলক্ষে উপজেলার ক্ষুদ্র ক্ষুদ্র পশু খামারিসহ অনেক কৃষক শ্রেণির মানুষের গোয়ালেও রয়েছে ছোট বড় গরু ছাগল । খোজ নিয়ে জানা যায়, পশু পালনকারী কমবেশি সবার আশা রয়েছে আসন্ন কোরবানি উপলক্ষে তাদের পশু টি বিক্রি করার । এই আশায় অনেকের চোখে যেন ঘুম নেই। দিন রাত সময় পার করছেন পশু গুলো নিয়ে ফলে তাদের যত্নের ও কোন কমতি হচ্ছে না।
সরেজমিনে উপজেলার-রাধানগর, বাগডাঙ্গা, ওয়াদীপুর, জামালপুর, ঘোষনগর, ষাইটখালি, মাহমুদপুরসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, অনেকের গোয়াল ঘরে মাজারী থেকে বড় আকারের এড়ে গরু রয়েছে। জানতে চাইলে তারা বলেন, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে এসব গরু গুলোকে একটু বাড়তি যত্ন নেওয়া হচ্ছে । এসব গরু গুলোর খাদ্য তালিকায় সাভাবিক খাদ্যের পাশাপাশি রয়েছে এক ধরনের ফিড জাতীয় খাদ্য যা খাওয়ানো হলে গরু গুলো দ্রুত মোটাতাজা হয়। অতিরিক্ত লাভের আশায় গরু পালনকারি প্রায় সবাই এখন ক্ষতি কারক এই মোটাতাজা করন ফিড তাদের পশুকে খাওয়াচ্ছেন। যে কারণে দুই থেকে তিন মাসের মধ্যে গরু গুলো অস্বাভাবিক মোটাতাজা ও সুন্দর চেহারা হয়ে উঠছে যা দেখে সহজেই আকৃষ্ট হবে ক্রেতা স্বাধারন । অন্যান্যে বছরের তুলনায় এবছর কোরবানি উপলক্ষে অনেক বেশি গরু প্রস্তুত রয়েছে বলেও অনেকের অভিমত। কারণ হিসাবে অনেকে বলেন, গত বছর যার গোয়ালে গরু ছিল না এবছর তারও একটি গরু রয়েছে।