খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুন ৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2137 বার
মোঃ সাইদুল ইসলাম : সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে স্পর্ধিত তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে সব সীমাবদ্ধতা জয় করার প্রত্যয় ব্যক্ত করে যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এসময় র্যালী ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বুধবার সকালে উপজেলা সভা কক্ষে বর্ণিল আয়োজনে শার্শায় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
যায়যায়দিন এর শার্শা প্রতিনিধি আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আমিনুর রহমান, সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহিন, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন, গ্লোবাল টেলিভিশন এর বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলাম, সাংবাদিক ইমরান হোসেন, জসিম উদ্দিন ও জাহিদ হাসান সহ বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।