খুলনা বিভাগ, জেলার খবর, ঝিনাইদহ | তারিখঃ জুন ৬, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1121 বার
রবিউল ইসলাম বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরের প্রশাসনকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কাটচ্ছেন একটি সিন্ডিকেট যার কারণে কৃষকদের দুই ফসলা তিন ফসলা জমি চরম হুমকির মুখে। যে জমিতে কৃষকরা সোনার ফসল ফলাতো, অথচ অবৈধভাবে পুকুর খনন বা পুরাতন পুকুর সংস্কারের নামে মাটি কেটে বিক্রি করছে একটি সিন্ডিকেট । এই মাটি বিক্রিতা সিন্ডিকেটদের কারণে যেমন নষ্ট হচ্ছে কৃষকদের দুই ফসলা তিন ফসলা জমি,তেমনি অবৈধভাবে মাটি বহনকারী গাড়ী গুলো বেপরোয়া ভাবে রাস্তায় চলা চলের কারণে সরকারের কোটি কোটি টাকা ব্যায়ের রাস্তা দ্রুত নষ্ট হচ্ছে,আর বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে অনেক প্রাণনাশেরও ঘটনা ঘটতে দেখা গেছে। উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের বাগান মাঠ,কৌয়খালী পান্তাপাড়া ইউনিয়নের কুশালডাঙ্গা,স্যাম বাজার,সরুপপুর ইউনিয়নের পুড়াপাড়া সহ উপজেলার বিভিন্ন স্থানে মাটি কাটছে এই সেন্টিগ্রেড।জানা যায় বাগান মাঠ গ্রামের মহি ও কৌয়খালী গ্রামের মহিদুল ইসলাম এই মাটি সেন্ট্রিগেডের হোতা।এভাবে চলতে থাকলে আগামীতে কৃষি প্রাধান দেশের কৃষি জমি গুলো, কিছু সুবিধাভোগী মানুষের কারণে ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় জনগণ।
এবিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।